Tuesday, August 19, 2008

সময়ের সাথে পথচলা

রেজিস্ট্রেশন করলাম। আসলে বিভিন্ন ব্লগে রেগুলারিটি মেইনটেইন করা আমার জন্য সহজ হবেনা। ব্যাক্তিগত বহুবিধ ব্যস্ততা ইত্যাদি অন্তরায় হবে। এছাড়া এখানে সরাসরি বাংলায় লেখার পন্থা দেখতে পাচ্ছিনা। তথাপি রেজিস্ট্রেশন করলাম। দেখি কতদূর নিয়ে যেতে পারি। শুভেচ্ছা সবাইকে।

4 comments:

মাহমুদ রহমান said...

@হলদে ডানা, আপনাকে স্বাগতম বিনির্মানে।

umm_abdullah said...

স্বাগতম আপনাকে।

umm_abdullah said...

আমি ত্রিভুজের প্যাডে গিয়ে টাইপ করে তারপরে কপি/পেস্ট করি। মন্তব্যের কাজটা ওভাবে হয়ে যায়।

নিঝুম said...

স্বাগতম ব্লগস্পটে...